Unique boys hostel is an exclusive boys hostel for inter college students in Mohammadpur Dhaka. Boys hostel Dhaka. hostel for intermidiate college eleven and twelve class.












পরিচালকের বানী
“একটি লক্ষ্য স্থির করো। লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী-পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।”
Hostel Facilities

এসি মাল্টিমিডিয়া ক্লাস রুম
আধুনিক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও উপভোগ্য করতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিকল্প নাই। বর্তমান ডিজিটাল যুগে মাল্টিমিডিয়া ক্লাসরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। মাল্টিমিডিয়া ক্লাস রুমের গুরুত্ব অনুধাবন করে ইউনিক বয়েজ হোস্টেল প্রতিষ্ঠা করছে ২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম। ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে ক্লাসরুম দুটিকে করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত । আমি মনে করি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যায়। মাল্টিমিডিয়া শিক্ষা পদ্ধতি প্রথাগত পদ্ধতির পরিপূরক।

আইসিটি ল্যাব
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে তথ্য প্রযুক্তির জ্ঞান আহরণের বিকল্প নেই। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমাদের ছাত্রদের যুগোপযোগী করে গড়ে তুলতে ইউনিক বয়েজ হোস্টেল প্রতিষ্ঠা করেছে সকল আধুনিক সুবিধাসহ একটি আইসিটি ল্যাব। ছাত্ররা আইসিটির ল্যাবে আইসিটি বিষয়ক সকল ধরনের ব্যবহারিক ক্লাস করতে পারেন। এছাড়াও ল্যাবে বসে অনলাইনে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস করার সুযোগ রয়েছে। আইসিটি ল্যাবের গুরুত্ব লিখে বা বলে শেষ করা যাবেনা।

সাইন্স ল্যাব
ব্যবহারিক কাজের গুরুত্ব তত্ত্বীয় লেকচারের চেয়ে কোন অংশে কম নয়। ব্যবহারিক শিক্ষা ছাড়া তত্ত্বীয় শিক্ষা কখনো পূর্ণতা পায় না। ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ইউনিক বয়েজ হোস্টেল প্রতিষ্ঠা করেছে ল্যাবরেটরিজ। এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ব্যবহারিক কাজের জন্য রয়েছে প্রয়োজনীয় সকল প্রকার যন্ত্রাদি। ঢাকা শহরে স্বনামধন্য কলেজে প্রদর্শক দ্বারা ক্লাস পরিচালিত হয়। প্রদর্শকগণ সুন্দর ভাবে ছাত্রদের হাতে কলমে ব্যবহারিক কাজগুলো সম্পন্ন করিয়ে থাকেন। ব্যবহারিক ক্লাসের জন্য ছাত্রদের কোন প্রকার ফি প্রদান করতে হয় না। ব্যবহারিক ক্লাসের সম্পূর্ণ খরচ হোস্টেল কর্তৃপক্ষ বহন করেন।

ডিজিটাল ডোর কন্ট্রোল সিস্টেম
ঢাকায় আসা শিক্ষার্থীদের অভিভাবকগণের একটি বড় দুশ্চিন্তার নাম নিরাপত্তা ব্যবস্থা। ইউনিক বয়েজ হোস্টেল তাই নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হয়। মূলফটক Door Control Access System দ্বারা পরিচালিত। অর্থাৎ কেউ চাইলেই হোস্টেলে প্রবেশ করা যাবে না কারণ হোস্টেলের প্রধান ফটকে ফিঙ্গারটেক মেশিন বসানো রয়েছে। একমাত্র কম্পিউটার সফটওয়্যারে যাদের প্রবেশের অনুমতি রয়েছে তারাই শুধু ফিঙ্গার পাঞ্চ করে হোস্টেলে প্রবেশ বা প্রস্থান করতে পারবে। কোন অপরিচিত ব্যক্তি বা আগন্তুকের পক্ষে কোন ক্রমে হোস্টেলে প্রবেশ বা প্রস্থান করা সম্ভব নয়। কারণ যেহেতু হোস্টেলের প্রধান ফটোক নিয়ন্ত্রণ করে কম্পিউটার সফটওয়্যার। ইউনিক বয়েজ হোস্টেল নিরাপত্তার ব্যাপারে আপোষহীন ফিঙ্গারপ্রিন্ট রিডার মেশিন বসানোর মাধ্যমে মূলফটক দিয়ে অনাকাঙ্খিত ব্যক্তির প্রবেশ রোধ করতে সম্পূর্ণরূপে সক্ষম। হোস্টেলের সম্পূর্ণ অংশ সিসি ক্যামেরার নজরদারীর অন্তর্গত যার ফলে কারোর অনধিকার প্রবেশ বা অপরাধ ঘটানোর কোন সুযোগ নেই। এছাড়াও হোস্টেলের বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ যা থেকে প্রমাণিত হয় কর্তৃপক্ষ নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত কঠোর।

হোস্টেল বাস সার্ভিস
ইউনিক বয়েজ হোস্টেল শুধুমাত্র একটি হোস্টেলই নয়। এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল উপাদান বা উপকরণ প্রয়োজন তার সবকিছুই এখানে বিদ্যমান। হোস্টেলের ছাত্রদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে ইউনিক বয়েজ হোস্টেলের রয়েছে নিজস্ব বিলাসবহুল বাস সার্ভিস। যা ছাত্রদের সময় মত নিরাপদে কলেজে পৌঁছে দেয় এবং কলেজ ছুটি পরে আবার হোস্টেলে নিরাপদে নিয়ে আসে। এর জন্য ছাত্রদের বাড়তি কোন ফি প্রদান করতে হয় না। যদিও সেন্ট যোসেফ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে আমাদের হোস্টেলের দূরত্ব খুবই কম। সেন্ট যোসেফ ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ থেকে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ ১০ থেকে ১২ মিনিট ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে সর্বোচ্চ ১৫মিনিট সময় লাগে।

শীতাতপ নিয়ন্ত্রিত ডাইনিং রুম
আমাদের রয়েছে সর্বাধুনিক ডাইনিং হল রুম যা দৃষ্টিনন্দন ও শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে দক্ষ বাবুর্চি দ্বারা ডাইনিং পরিচালিত হয়। আমাদের হোস্টেলে শতভাগ মানসম্মত হালাল খাবার পরিবেশন করা হয়। ডাইনিং পরিচালনায় করা হয় ক্যান্টিন ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে। ক্যান্টিন ম্যানেজমেন্ট সফটওয়্যার মাধ্যমে ছাত্রের উপস্থিতি নিশ্চিত করা এবং টোকেন প্রদান করা হয় যা প্রদর্শন পূর্বক ছাত্ররা পরের দিনের খাবার সংগ্রহ করে। এই অভিনব পদ্ধতি শুধুমাত্র আমাদের হোস্টেলেই রয়েছে। আর একটি বিষয় হচ্ছে অভিভাবকগণ হোস্টেলে আসলে আমাদের এখানে খাবার খাওয়া বাধ্যতামূলক কিন্তু এর জন্য কোন প্রকার অর্থ প্রদান করতে হয় না। অভিভাবকগণ যাতে সরেজমিনে বুঝতে পারে তাদের সন্তানদের কি ধরনের খাবার প্রদান হয়।

জেনারেটর
ঢাকা শহরে লোডশেডিং এখন নিত্যনৈমিতিক ব্যাপার। তাই লোডশেডিং এরকারণে আমাদের ছাত্রদের পড়াশুনা যাতে বিঘ্নিত না হয় সেইজন্য রয়েছে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা। এই জেনারেটরের মাধ্যমে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে থাকি যাতে ছাত্ররা নির্বিঘ্নে পড়াশুনা চালিয়ে যেতে পারে এবং ভালো ফলাফল অর্জন করতে পারে। সেই জন্যই এত কিছু আয়োজন করে রেখেছে ইউনিক বয়েজ হোস্টেল। আপনার ও আমাদের স্বপ্ন একই সুতায় গাঁথা। আমরাও চাই আমাদের হোস্টেলের ছাত্ররা ভালো ফলাফল অর্জন করে তারা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হয়ে, সে যেন তার লক্ষ্যে পৌঁছতে পারে।

বিশুদ্ধ নিরাপদ পানির সরবরাহ
পানির অপর নাম জীবন। তাই পানি ও খাবার সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন। আমাদের হোস্টেলের পানি শতভাগ বিশুদ্ধ ও খাবার শতভাগ হালাল। গভীর নলকূপ থেকে পানি তুলে তা বিশাল ওয়াটার প্ল্যান্ট এর মাধ্যমে বিশুদ্ধকরণ করা হয়। এই পানি BUET এবং icddr,b সার্টিফাইড বিশুদ্ধ পানি। এই পানি প্রতি তিন মাস পর পর BUET এবংicddr,b থেকে পরীক্ষা করানো হয়। পানির মধ্যে কোন ধরনের প্রতিকারক জীবানু আছে কিনা তা পরীক্ষা পরে দেখার জন্য। আমরা কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি নিতে চাই না। ছাত্ররা সুস্থ না থাকলে পড়াশুনো করবে কিভাবে বা হোস্টেলেই থাকবে কি করে। তাই পানি ও খাবারের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। যাতে সন্তানরা সুস্থ থেকে সুন্দর ভাবে তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে। এটাই হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সিসি ক্যামেরার আওতাভুক্ত
বর্তমান সময়ে নিরাপত্তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের ক্যাম্পাসের ভিতরে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের হোস্টেলের প্রধান রাস্তা থেকে শুরু করে, প্রধান ফটক, রিসিপশন, টোকেন সংগ্রহের রুম, ডাইনিং রুম, রান্নাঘর, অফিস রুম, ক্লাস রুম, হোস্টেল ফী সংগ্রহের রুম, এমন কি প্রত্যেকটি ফ্ল্যাটের সামনে বসানো আছে সিসি ক্যামেরা। যা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে করেছে আরও শক্তিশালী।

প্রাইভেট / কোচিং করার সুব্যবস্থা
আমাদের হোস্টেলের ছাত্রদের বাহিরে গিয়ে প্রাইভেট / কোচিং এর প্রয়োজন পরে না কিন্তু ছাত্ররা চাইলে বাহিরে গিয়ে প্রাইভেট ও কোচিং করার সুযোগ আছে। সেন্ট যোসেফ ও নটর ডেম কলেজসহ বিভিন্ন স্বনামধন্য কলেজের শিক্ষক, বুয়েট ও মেডিকেলের ছাত্রদের কাছে হোস্টেলের নিজেস্ব শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেনিকক্ষে প্রাইভেট ও কোচিং সুব্যবস্থা রয়েছে। কলেজ, প্রাইভেট ও কোচিং ছাড়া অন্য কোন কারণে হোস্টলের বাহিরে যাওয়া যাবেনা। শুধুমাত্র ১০ থেকে ১৫ মিনিটের জন্য বই, খাতা, কলম অথবা টিফিনের জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাহিরে যাওয়া যাবে। অবশ্যই তার জন্য রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে যেতে হবে।

গ্রন্থাগার
গ্রন্থাগার হলো জ্ঞানের আধার। শারীরিক রোগ থেকে মুক্তির জন্য যেমন হাসপাতালে যেতে হয়, তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন হয় গ্রন্থাগার। প্রমথ চৌধুরীর মতে " আমাদের দেশে গ্রন্থাগারের সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় বরং স্কুল-কলেজের চাইতে বেশি "। এই গ্রন্থগার থাকবে না এটা কি হয়? গ্রন্থগারের গুরুত্বের কথা বিবেচনা করে স্টুডেন্ট গার্ডেন হোস্টেল প্রতিষ্ঠা করেছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার। এখানে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের সকল লেখকের পাঠ্য ও সহায়ক বই। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা, ম্যাগাজিন, কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন বিশ্ব, বাংলাদেশ ও বিশ্বের ডায়েরী, সাধারণ জ্ঞান এবং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বিভিন্ন সহায়ক বই।

ক্লিনিং সার্ভিস
পরিষ্কার- পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই ইউনিক বয়েজ হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যথেষ্ট গুরুত্ব প্রদান করেন । ইউনিক বয়েজ হোস্টেলে ক্লিনিং সার্ভিস চালু আছে। ছাত্ররা শুধু তার ব্যক্তিগত পোশাক ও তার পড়ার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। বাকি সব কিছু পরিষ্কার করার দায়িত্ব আমাদের হোস্টেল ক্লিনারদের। পরিছন্নতাকর্মীরা নিয়মিত ছাত্রদের থাকার ঘর, বাথরুম, বারান্দা, বিছানার চাদর, বালিশের কভার অন্যান্য জিনিসপত্রগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
Hostel Facilities List
- এসি ক্লাস রুম
- মাল্টিমিডিয়া ক্লাসরুম
- আইসিটি ল্যাব
- ল্যাব ক্লাস
- কাউন্সেলিং ক্লাস
- লাইব্রেরি
- সংবাদপত্র/পত্রিকা/জার্নাল/বর্তমান সংবাদ/পাঠ্য বই
- স্বাস্থ্যকর পরিবেশ
- সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা
- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জন্য রয়েছে জেনারেটর
- মাদক, ধূমপান ও রাজনীতি মুক্ত একটি অসাম্প্রদায়িক ছাত্রাবাস
- ২৪ ঘণ্টা সিসিটিভি পর্যবেক্ষণ
- সুসজ্জিত এবং প্রশস্ত ডাইনিং রুম
- স্বাস্থ্যকর খাবার
- শতভাগ বিশুদ্ধ পানি - নিজস্ব গভীর নলকূপ
- ক্লিনিং সার্ভিস
- সুসজ্জিত স্টাডি/বেড রুম
- হোস্টেল থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হয়।
- এসি, লিফট, জেনারেটর, হোস্টেল বাস, বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ, খাট, চেয়ার, টেবিল, লাইট, ফ্যান,
- জাজিম, তোষক, বিছানার চাদর, বালিশের কভার, বালিশ, খাবার প্লেট,বালতি, মগ, গ্লাস, কম্পিউটার ল্যাব, পত্রিকা,লাইব্রেরী ব্যাবহারের সুযোগ ইত্যাদি

পড়া-শোনা মনিটরিং
Unique Boys Hostel
Frequently Asked Question
ইউনিক বয়েজ হোস্টেল একাদশ-দ্বাদশ শ্রেনিতে অধ্যয়নরত ছাত্রদের জন্য একটি বিশেষায়িত ছাত্র হোস্টেল। সেন্ট যোসেফ কলেজের প্রাক্তন শিক্ষকদের দ্বারা পরিচালিত। ইউনিক বয়েজ হোস্টেলে ভর্তি ইচ্ছুক ছাত্রদের অবগতির জন্য জানোনো যাচ্ছে যে আমাদের হোস্টেলের সীট বুকিং চলছে। হোস্টেলের মাসিক ফি ৭৫০০ থেকে শুরু করে ২০০০০ টাকা প্রর্যন্ত। ১/২/৩ সিটের রুম রয়েছে। মাসিক চার্জ/ভাড়া নির্ভর করে রুমের সুযোগ-সুবিধা ও সীটের সংখ্যার উপর। আমাদের সিট সংখ্যা সীমিত।
এসি ক্লাস রুম
মাল্টিমিডিয়া ক্লাসরুম
আইসিটি ল্যাব
ল্যাব ক্লাস
কাউন্সেলিং ক্লাস
লাইব্রেরি
সংবাদপত্র/পত্রিকা/জার্নাল/বর্তমান সংবাদ/পাঠ্য বই
স্বাস্থ্যকর পরিবেশ
বন্ধুত্বপূর্ণ পরিবেশ অধ্যয়ন করুন
নিরাপত্তা
অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (জেনারেটর)
মাদক, ধূমপান ও রাজনীতি মুক্ত হোস্টেল
২৪ ঘণ্টা সিসিটিভি পর্যবেক্ষণ
সুসজ্জিত এবং প্রশস্ত ডাইনিং রুম
স্বাস্থ্যকর খাবার
বিশুদ্ধ পানীয় জল
সুসজ্জিত স্টাডি/বেড রুম
হোস্টেল দ্বারা সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হয়।
এসি, লিফট, জেনারেটর, হোস্টেল বাস, বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ, খাট, চেয়ার, টেবিল, লাইট, ফ্যান
জাজিম, তোষক, বিছানার চাদর, বালিশের কভার, বালিশ, খাবার প্লেট,বালতি, মগ, গ্লাস, কম্পিউটার ল্যাব, পত্রিকা,লাইব্রেরী ইত্যাদি
আমাদের হোস্টেলের স্টুডেন্টদের কলেজে যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব হোস্টেল বাস।
ইউনিক বয়েজ হোস্টেল একাদশ-দ্বাদশ শ্রেনিতে অধ্যয়নরত মোহাম্মদপুরের যেকোনো কলেজের ছাত্রদের জন্য একটি বিশেষায়িত ছাত্র হোস্টেল।
ইউনিক বয়েজ হোস্টেলের বর্তমানে মোহাম্মদ পুর ছাড়া অন্য কোথাও শাখা নেই।